ফকিরহাটে যুবলীগের নেতাসহ ১১ জনের কারাদণ্ড
বাস কাউন্টার ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ওয়ার্ড যুবলীগের নেতাসহ ১১ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মো. জাহিদুল আজাদ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মৃত আব্দুল শেখের ছেলে ফকিরহাট যুবলীগ নেতা জিন্নাত শেখ, মাইজে ফকিরের ছেলে মো. বাসারাত ফকির, বারিক শেখের ছেলে আলম শেখ, মবিন মোল্লার ছেলে শাহবাজ, কুটে মোল্লার ছেলে মিরাজ মোল্লা, আছর আলী শেখের ছেলে রেজাউল শেখ, অজিত শেখের ছেলে রুবেল শেখ, কাওছার শেখের ছেলে মনু, সেকেন্দার আলীর ছেলে সাইফুল শেখ, আসর সেখের ছেলে ইকবাল শেখ, জিন্নাত শেখের ছেলে সুজন শেখ। এদের সকলের বাড়ি ফকিরহাটের আট্রাকী গ্রামে।
মামালার বিবরণে জানা যায়, গত বছরের ০৯ মে ফকিরহাট উপজেলার পর্যটক বাস কাউন্টারে একদল সন্ত্রাসী লাঠিসোঠা ও অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা কাউন্টারটি ভাঙচুরসহ প্রধানমন্ত্রীর ছবি ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলালের ছবি ভাঙচুর করে। এ ঘটনায় ফকিরহাটের সাতশৈয়া গ্রামের এনাম শেখ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
ঘটনার ১০ দিন পর এসআই লুৎফর রহমান ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ ১৫ মাস পর আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেলে তাদের প্রত্যেকে পাঁচ বছর করে কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
শওকত আলী বাবু/এআরএ