নীলফামারীতে নির্বাহী প্রকৌশলীসহ ৪ জন বরখাস্ত


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

তিস্তা ব্যারাজ ডালিয়া ডিবিশনের পওর বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ চারজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন উত্তরাঞ্চলের রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আতিকুর রহমান।

বরখাস্তকৃতরা হলেন, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও শাখা কর্মকর্তা (এসও) তোবারক আলী।

আতিকুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) সুরুতুজ্জামান জাগো নিউজকে বলেন, তিস্তা ব্যারেজের ভাটি এলাকার ডাউয়াবাড়ী কাজে ব্যাপক অনিয়মের কারণে নির্বাহী প্রকৌশলীসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে রংপুর অফিস সূত্রে জানতে পেরেছেন। তবে এ সংক্রান্ত কোনো কাগজ ডালিয়া পাউবো বিভাগে আসেনি।

অপরদিকে শাখা কর্মকর্তা এসও তোবারক আলী ঘটনাটি শুনেছেন মর্মে স্বীকার করলেও কাগজপত্র না পাওয়ার কথা জাগো নিউজকে নিশ্চিত করেছে।

একাধিকবার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হকের মোবাইল ফোনে যোগাযোগ করেও বন্ধ পাওয়া যায়।

সূত্র মতে, গত অর্থবছরে তিস্তা ব্যারাজের আরএসকিউ ও ইমার্জেন্সি ওয়ার্কের প্রায় ১৬ কোটি টাকার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল চলতি বছরের আগস্ট মাসে। সংবাদ প্রকাশের পর পানি উন্নয়ন বোর্ডের ঢাকা প্রধান কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম এলাকা পরিদর্শন করেন। তদন্ত টিমের পরিদর্শনে ঘটনার সত্যতা মেলে।

বিশেষ করে তিস্তা ব্যারাজের ভাটি ডাউয়াবাড়ি এলাকার ডানতীর বাঁধ সংস্কার ও ভাঙন রোধে ৪৫ সেন্টিমিটার মাপের সিসি ব্লক নির্মাণ বা স্থাপন না করে সেখানে ৩৫ সোন্টিমিটার মাপের সিসি ব্লক ব্যবহার করে ব্যাপক অনিয়মের মাধ্যমে কোটি টাকা আত্মসাত করা হয়। এই সব কাজের তদারকির প্রধান দায়িত্ব পালন করেন তিস্তা ব্যারাজ ডালিয়া ডিবিশনের পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক।

সূত্র মতে যেহেতু ওই কাজের সার্বিক দেখা শোনার দায়িত্ব পালনে ছিলেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও শাখা কর্মকর্তা (এসও) তোবারক আলী এ কারণে তারাও এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় তদন্ত টিমের প্রতিবেদনে উক্ত চারজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

জাহেদুল ইসলাম/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।