জাতীয় স্মৃতিসৌধের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০

সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে অবৈধভাবে গড়ে ওঠা আধা পাকা প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযানের প্রথম দিনের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, জাতীয় স্মৃতিসৌধের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে বেশকিছু অবৈধ স্থাপনা নির্মাণ করে জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করা হচ্ছিল। এরই প্রেক্ষিতে সড়ক উন্নয়নের জন্য সোমবার অভিযান পরিচালনা করে এসব স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

সড়ক উন্নয়নের জন্য জাতীয় স্মৃতিসৌধ থেকে মানিকগঞ্জের পাটুরিয়াঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

আল-মামুন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।