ট্রাকচাপায় প্রাণ গেল নৈশপ্রহরীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

রাজশাহীতে বেপরোয়া ট্রাকচাপায় আমজাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে নগরীর বিনোদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন নগরীর ডাশমারী পূর্বপাড়া এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি বিনোদপুর বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে মতিহার থানা পুলিশ। এ ঘটনায় দুপুরে থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী রজুফা বেগম।

এ তথ্য নিশ্চিত করে নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, সুরতহাল শেষে মরদেহটি থানায় রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান নিহতের স্বজনরা। এনিয়ে তারা আবেদনও করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে যাবেন স্বজনরা।

তিনি আরও বলেন, শনিবার ভোররাতে রাস্তার পাশে দাঁড়িয়ে এক রিকশাচালকের সঙ্গে কথা বলছিলেন আমজাদ হোসেন। এ সময় রাজশাহীগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমজাদ হোসেন। লাফিয়ে দূরে গিয়ে কোনো রকমে প্রাণে রক্ষা পান ওই রিকশাচালক।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।