ভাষা দিবসে কলাগাছের শহীদ মিনারে শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০

নাটোরের সিংড়ায় কলাগাছের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে ইটালী ইউনিয়নের বিঞ্চুপুর-ইটালী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ২০০৮ সালে আমরা পাঠদানের অনুমতি পাই। ২০১৫ সালে এমপিও লাভ করি। বর্তমানে বিঞ্চুপুর-ইটালী মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় তিনশ শিক্ষার্থী রয়েছে। কিন্তু এখানে কোনো শহীদ মিনার নেই। এর আগে আবেদন করেছিলাম, এখনও পাইনি।

ইলিয়াস হোসেন ও খুশি খাতুন নামে দুই শিক্ষার্থী বলে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খুব ইচ্ছে ছিল তাই আমরা কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে তাতে শ্রদ্ধা নিবেদন করেছি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আব্দুল আজিজ বলেন, এ স্কুলে শহীদ মিনার খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত শহীদ মিনার নির্মাণের জন্য আকুল আবেদন জানাচ্ছি।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, বিষয়টি জানা ছিল না। আবেদন করলে আমরা শহীদ মিনার নির্মাণ করে দিব।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।