নেত্রকোনায় সাংবাদিককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৮ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

নেত্রকোনার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ভোরে একজন খুন হয়েছেন। নিহত মুশফিকুর রহমান তুহিন (৩৮) আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। তিনি সাপ্তাহিক অপরাধ জগতের নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহত তুহিনের ছোট ভাই সিলেট সহকারি কমিশনার মোস্তাফিজুর রহমান এবং আরেক বড় ভাই বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের উপ-সচিব মোখলেছুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে হাসঁকুড়ি বিলের ইজারা নিয়ে বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী তুহিনের বাড়িতে হামলা চালায় এবং তুহিনের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামিদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কামাল হোসাইন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।