পরীক্ষার হলে ভাগনেকে সহায়তা করায় শিক্ষক মামা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীকে সহায়তার ঘটনায় কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাই স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

একই সঙ্গে শিক্ষার্থীকে সহায়তার অভিযোগে সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় ১০১নং রুমের পরীক্ষার্থীকে সহায়তার দায়ে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষকে বহিষ্কার করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি আমাকে অবহিত করা হয়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

জানা গেছে, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০১নং কক্ষে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন তিথি ঘোষ। পরীক্ষার্থী তিথি ঘেষ সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষের ভাগনে। পরীক্ষার হলে সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষ তার ভাগনেকে বিশেষ সুবিধা দিচ্ছিলেন। এজন্য তাকে বহিষ্কার করা হয়।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।