রাজশাহীতে আনন্দের বন্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০

একনেকে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে রাজশাহীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন পাওয়ায় আনন্দের বন্যা বইছে রাজশাহীতে। বুধবার বেলা ১১টার দিকে নগর ভবন থেকে এ নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়।

বর্ণাঢ্য এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন মেয়রপত্নী নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে নগর ভবনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

Rajshahi-(3).jpg

এতে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অংশ নেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এর আগে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ৯৩১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নগর কর্তৃপক্ষ বলছে, এ প্রকল্পটি রাজশাহী সিটি করপোরেশনের ইতিহাসে একক সর্ববৃহৎ প্রকল্প। এতে রাজশাহীর সামগ্রিক উন্নয়ন হবে, বদলে যাবে পুরো নগরীর চিত্র।

দ্বিতীয় মেয়াদে ২০১৮ সালের ৫ অক্টোবর মেয়রের দায়িত্বভার নেয়ার পর রাজশাহী নগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে এ মেগা প্রকল্প তৈরিতে হাত দেন খায়রুজ্জামান লিটন। তিনি নগরীর সকল উন্নয়ন চাহিদাকে একত্রিত করে তৈরি করা হয় এ প্রকল্প।

Rajshahi-(3).jpg

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রকল্পটি অনুমোদন দেয়ায় একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র
এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী নগরীর সামগ্রিক উন্নয়ন হবে। আরও বাসযোগ্য, আধুনিক এবং উন্নত শহরে পরিণত হবে আমাদের
রাজশাহী।

ফেরদৌস/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।