ভারতে ৪ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০

অবৈধপথে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি যুবক চার বছর কারাভোগের পর দেশে ফিরেছেন। সোমবার বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন নোয়াখালীর আব্দুল সাত্তারের ছেলে ফজলুর রহমান (২৬), আকবরের ছেলে ইমরান (৩০), হানিফের ছেলে আক্তার হোসেন (২৮), জাফর আহমেদের ছেলে আজাদ হোসেন (২৫), আহাম্মেদ শেখের ছেলে নাছির উদ্দিন (৩৩), চাঁদপুরের আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম (২৭), লক্ষ্মীপুরের আমির হোসেনের ছেলে রুবেল হোসেন (২৭) ও ফেনীর শামছুল হকের ছেলে দুলাল হোসেন (৩৫)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি (তদন্ত) মহসিন হোসেন বলেন, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে চার বছর আগে তারা ভারতে পাড়ি জমান। সেখানে তারা দিল্লিতে কাজ করার সময় পুলিশের হাতে আটক হন। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের চার বছর সাজা দিয়ে জেলহাজতে পাঠান। সাজা শেষে দুই দেশের চিঠি চালাচালির একপর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসাদের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।