লন্ডনে বসে দুই বিদেশি হত্যার ষড়যন্ত্র করেন খালেদা-তারেক


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশের ঘষেটি বেগম উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,
ক্ষমতায় যাওয়ার জন্য তিনি লন্ডনে ছেলে তারেক জিয়ার কাশিমবাজার কুঠিতে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যাচ্ছেন।

বুধবার সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলা নগরবাড়ি ঘাটে নির্মাণাধীন মেরিন একাডেমিতে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

নৌমন্ত্রী বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া জ্বালাও-পোড়াও, দেশব্যাপি নৈরাজ্য সৃষ্টি করে এবং মানুষ পুড়িয়ে হত্যা করেও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি। তাই এখন তিনি লন্ডনে ছেলে তারেক জিয়ার কাশিমবাজার কুঠিতে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই দুই বিদেশিকে হত্যা করেছেন। এর মাধ্যমে বিদেশিদের তিনি বুঝাতে চান শেখ হাসিনার সরকার দেশ চালাতে ব্যর্থ। কিন্তু বেগম জিয়ার সে চেষ্টা কোনো দিনই সফল হবেনা।

পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুন্সী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.)নজরুল ইসলাম, স্থানীয় এমপি খন্দকার আজিজুল হক আরজু, পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মাওদুদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, প্রায় ১২৩ কোটি টাকা ব্যয়ে নগরবাড়ি ঘাটে মেরিন একাডেডমির নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে এর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরে নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন বলে জানা গেছে।

একে জামান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।