টাঙ্গাইলে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন


প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে বেল্লাল নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শরীফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। বেল্লাল ধনবাড়ি উপজেলার জাগিরা চালা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সনের ১৮ এপ্রিল একই গ্রামের চার বছরের শিশুকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে হযরত বেল্লাল শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি ধর্ষণের ঘটনা বাবা-মাকে জানায়। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে ২১ এপ্রিল ২০০৩ ধনবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি একেএম নাসিমুল আক্তার।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।