বরিশালে বিএনপির সভায় পুলিশের বাধা
বরিশালে পুলিশি বাধার কারণে উত্তর জেলা বিএনপির নীতি নির্ধারণী সভা বাতিল হওয়ায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সংগঠনের সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদের নগরীর কালিবাড়ি রোডস্থ বাসভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাড. নূরুল আলম রাজু জানান, বৃহস্পতিবার সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে উত্তর জেলা বিএনপির আওতাধীন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের বিষয়ে কর্ম পদ্ধতি নির্ধারণ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
সভা বাস্তবায়নের লক্ষ্যে গত ২ সপ্তাহ আগে প্রেসক্লাবের হল বুকিং দেয়া হয় এবং এতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতা ও অতিথিদের কার্ড ছেপে দাওয়াতও দেয়া হয়।
কিন্তু বুধবার দুপুর ১২টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম তাকে (উত্তর জেলা বিএনপি’র দফতর সম্পাদক অ্যাড. নূরুল আলম রাজুকে) ফোন করে আগামীকালের সভা করা যাবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন। এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে নেতৃবৃন্দ পুলিশের এমন বাধার প্রতিবাদ জানিয়ে বলেন, বিকল্পপন্থায় তারা সভা করবেন।
প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, প্রেসক্লাবে আয়োজিত বিএনপির আগামীকালের সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। এ কারণে প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির বুকিং বাতিল করা হয়েছে। তবে পুলিশ সভার অনুমতি দিলে প্রেসক্লাবের কোনো আপত্তি থাকবে না।
মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আবু সাঈদ বলেন, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বিএনপির ওই সভায় আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে গোয়েন্দা সূত্রে আগাম খবর পাওয়া গেছে। এ কারণে প্রেসক্লাব কর্তৃপক্ষকে বিএনপির সভা আয়োজনের অনুমতি না দিতে বলা হয়েছে।
বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, গণতন্ত্রের লেবাসধারী সরকার প্রতিপক্ষকে রাজনীতি চর্চা করতে দিচ্ছেনা। সরকার যতই বাধা দিক না কেনো বিএনপির দল পুনর্গঠন প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে, চলবে বলেও জানান তিনি।
সাইফ আমীন/এআরএ/পিআর