মামলার অগ্রগতি জানতে আদালতে জাপানি প্রতিনিধি দল


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

রংপুরের কাউনিয়ায় আলুটারী গ্রামে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অগ্রগতি জানতে সফররত জাপানি প্রতিনিধিদল আদালতে গিয়েছিলেন। এসময় তারা জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মালেকের সঙ্গে সাক্ষাৎ করে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

বুধবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান পিপি আব্দুল মালেক।

জানা গেছে, বুধবার বেলা পৌনে ১২টার দিকে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে জাপান দূতাবাসের প্রতিনিধিদলটি প্রথমে রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে আদালত প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মালেকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠক শেষে পিপির কার্যালয় থেকে বেরিয়ে প্রতিনিধিদল মিডিয়ার সামনে কোনো কথা বলেননি।

তবে জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মালেক গণমাধ্যমকর্মীদের জানান, হোশি কুনিও হত্যা মামলার বিভিন্ন বিষয় এবং আইন সম্পর্কে জাপানের প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। এতে জাপানি প্রতিনিধি দল মামলার অগ্রগতি বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

পিপি বলেন, খুব শিগগিরই এই মামলার ক্লু উদঘাটিত হবে এবং দোষীদের আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা যাবে।

এদিকে, এখনও আলুটারী গ্রামে যে স্থানে জাপানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছিলো সেই স্থানটি এখনও পিবিআই সদস্যরা ঘিরে রেখেছে।

এ ব্যাাপারে রংপুর জেলা পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে আলামত সংগ্রহ ও যেসব আলামত এখনও ডিটেক্ট করা যায়নি সেগুলো সংগ্রহ করাসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

জিতু কবীর/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।