না.গঞ্জের ওয়ার্ড কাউন্সিলর এনায়েত গ্রেফতার


প্রকাশিত: ১১:২৬ এএম, ০৭ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত বিচার আইনে মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে বন্দর উপজেলার লক্ষনখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন জাগো নিউজ জানান, গত ৬ জানুয়ারি সকালে বিএনপির অবরোধে যানবাহন ভাঙচুর ও পুলিশের উপর হামালার ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এবং দ্রুত বিচার আইনে মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, কাউন্সিলর এনায়েত হোসেন একজন বিএনপি নেতা। দলের আন্দোলন সংগ্রামে তিনি সঙ্গবদ্ধভাবে গাড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  
 
শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।