মেঘনা নদীতে ট্রলার ডুবে দুই বরযাত্রী নিখোঁজ
বরিশালের হিজলা উপজেলার মাটিয়ালা ধুলখোলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবে দুইজন নিখোঁজ রয়েছেন।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হচ্ছেন, বরের দাদা ইদ্রিস মাঝি (৯৮) এবং মামী মাহিনুর বেগম (২৮)।
ঘটনাস্থলে থাকা হিজলা থানা পুলিশের এসআই শহিদুর রহমান জানান, উপজেলার শংকর পাশা থেকে রমিজ মাঝি তার ছেলে সাইফুল মাঝির (২২) বিয়ে উপলক্ষে স্বজনদের নিয়ে ট্রলারযোগে কনের বাড়ি মানদ্রা গ্রামে যাচ্ছিলেন। মেঘনা নদীর মাটিয়ালা এলাকায় পৌঁছলে হঠাৎ দমকা বাতাসে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। ট্রলারে বর সমেত ৪০ জন যাত্রী ছিলেন। স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীদের উঠানো হলেও বরের দাদা ইদ্রিস মাঝি এবং মামী মাহিনুর বেগম এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
এসআই শহিদুর রহমান জানান, ছোট্ট ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দমকা বাতাসের কবলে পড়লে ট্রলারে পানি উঠতে শুরু করে। এসময় যাত্রীরা আতঙ্ক গ্রস্থ হয়ে হুড়োহুড়ি শুরু করলে ট্রলারটি পানিতে নিমজ্জিত হয়। নিখোঁজ দুই যাত্রীকে উদ্ধারের তৎপরতা চলছে।
সাইফ আমীন/এমএএস/পিআর