লক্ষ্মীপুরে টেলিফোন এক্সচেঞ্জ দুই মাস ধরে বিকল
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিটিসিএলের টেলিফোনের প্রায় ২৫০টি সংযোগ দুই মাস ধরে বিকল রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার অবগত করেও কোনো সুফল আসেনি বলে গ্রাহকদের অভিযোগ।
সূত্র জানায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ২০১৪ সালে বিটিসিএলের তত্ত্বাবধানে চায়না হুয়াই কোম্পানি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটি স্থাপন করে। এতে ৫০০ সংযোগ ধারণ ক্ষমতা থাকলেও ইতিমধ্যে ২৫০টি সংযোগ দেয়া হয়েছে। গত দুই মাস আগে হঠাৎ যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এরপর থেকে সংযোগগুলো বিকল রয়েছে।
কয়েকজন গ্রাহক জানায়, জেলার অন্যতম বাণিজ্য কেন্দ্র চন্দ্রগঞ্জ বাজার। এখানে থানা ও কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে। টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাধ্য হয়েই মোবাইল ফোনের মাধ্যমেই তাদের দৈনন্দিন কাজ করতে হচ্ছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর বিটিসিএলের সহকারী প্রকৌশলী মো. শহিদ উল্যাহ জানান, বিটিসিএল চুক্তির মাধ্যমে চায়না হুয়াই কোম্পানিকে দিয়ে চন্দ্রগঞ্জে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটি স্থাপন করা হয়। চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই কোম্পানিই তদারকি করার দায়িত্ব। খুব দ্রুত যান্ত্রিক ক্রটি মেরামত করে সংযোগগুলো সচল করা হবে।
কাজল কায়েস/এআরএ/আরআইপি