গাংনীতে ধর্ষণ মামলায় ঠিকাদার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

ধর্ষণের অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার ঠিকাদার অ্যাসোসিয়েশনের সদস্য ও ইটভাটা ব্যবসায়ী মফিজুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে নিজ গ্রাম যুগিন্দা থেকে গাংনী থানা পুলিশের একটি টিম গ্রেফতার করে। তিনি ওই গ্রামের ফকির পাড়ার সাজাত হোসেনের ছেলে।

বুধবার সকালে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়। একই সঙ্গে ধর্ষিতার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, ভুক্তোভোগী ওই মেয়ের বাবা মফিজুলের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। এরই সুবাদে ২০১৪ সালের নভেম্বর মাসের ২১ তারিখ থেকে আর্থিকসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভুক্তোভোগী দিনমজুরের মেয়েকে ধর্ষণ করে আসছেন। শুধু তা-ই নয়, শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করলে ওই মেয়েকে মারধরও করা হতো। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি মেয়েটিকে মারধর করলে ঘটনাটি প্রকাশ পায়। এ বিষয়ে মেয়েটি গাংনী থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ মফিজুলকে গ্রেফতার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, ভুক্তোভোগী মেয়েটির অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ২০০০ ধারায় মামলা হয়েছে। যার নং- ১৩, তারিখ ১১/০২/২০২০। মামলা গ্রহণের পরই গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামের নেতৃত্বে এলাকায় অভিযান চালিয়ে মফিজুলকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

আসিফ ইকবাল/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।