ভোলায় বিপুল পরিমাণ নিষিদ্ধ গাইড বই জব্দ, গোডাউন সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:২০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০

ভোলায় হাসান বুক হাউস নামে একটি বই লাইব্রেরির গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়েছে। গোডাউনটি সিলগালা করা হয়।

রোববার সন্ধ্যায় ভোলার শহরের বাংলা স্কুল মোড় এলাকার আমানতপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা ও রেজয়ানা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

bhola-(1)

ভোলা ডিসি অফিসের জুডিশিয়াল পেশকার (জেপি) এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের বাংলা স্কুল মোড় এলাকায় হাসান বুক হাউসের মালিক মো. কামাল হোসেন একটি ঘর ভাড়া নিয়ে গোডাউন তৈরি করে নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবসা পরিচালনা করছিলেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম অভিযান চালিয়ে ওই গোডাউনে থাকা ছয়-সাত হাজার নিষিদ্ধ গাইড বই জব্দ করেন। পরে ওই গোডাউন সিলগালা করা হয়।

bhola-(3)

তিনি আরও জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ওই গোডাউনের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

জুয়েল সাহা বিকাশ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।