পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০২:১৯ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বড়ালব্রিজ ও ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী দক্ষিণ সারুটিয়া এলাকার রেল লাইনের ওপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত ওই বৃদ্ধা একজন ভিক্ষুক। তবে তার নাম-ঠিকানা কেউ জানে না। ধারণা করা হচ্ছে, তিনি কানে কম শুনতেন। শনিবার সোয়া ১২টার দিকে ওই বৃদ্ধা বড়াল ব্রিজ থেকে ভাঙ্গুড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা- কালকাতাগামী (৩১১০ নং) মৈত্রী এক্সপ্রেস ট্রেন তার কাছাকাছি চলে আসে। ট্রেনচালক একাধিক বার বাঁশি দিলেও তিনি রেললাইন থেকে না সরায় ট্রেনের নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনা নিশ্চিত করে ভাঙ্গুড়া স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি সিরাজগঞ্জ রেল পুলিশকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব হোসেন জানান, ওই নারী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একে জামান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।