পঞ্চগড়ে নেপালি ঈগল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১১:০২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ধ্যানগ্রাম থেকে একটি নেপালি ঈগল উদ্ধার করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি বোদা উপজেলার ধানগ্রামে ঈগলটিকে ধরে আটকে রাখে স্থানীয়রা। বর্তমানে বোদা প্রাণি সম্পদ হাসপাতালের তত্ত্বাবধানে বিরল এই পাখিটির চিকিৎসা চলছে বলে জানা গেছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম স্থানীয়দের কাছ থেকে ঈগল পাখিটি উদ্ধার করে প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঈগলটিকে স্থানীয় বন্য প্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবার বাড়িতে রাখা হয়। বর্তমানে পাখিটি কিছুটা সুস্থ বলে জানা গেছে।

দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঈগলটির ইংরেজি নাম স্টেপি। বাংলাদেশে এটি পরিযায়ী পাখি নামে পরিচিত। নেপালি ঈগল নামে পরিচিতি পেলেও এটি ভারত, ভুটানসহ অন্যান্য দেশেও দেখা মেলে। বর্তমানে পাখিটি বন বিভাগের পর্যবেক্ষণেই রয়েছে। সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।।

সফিকুল আলম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।