রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলার বিচার শুরু


প্রকাশিত: ০২:২০ পিএম, ০৬ অক্টোবর ২০১৫

২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাঙামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাঙামাটির ৫ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুমু সরকার আদালতে এ মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত শুরু হয়।

ঘটনার বিবরণ দিয়ে আদালতে সাক্ষ্য দেন ইনডিপেনডেন্ট টিভি ও দৈনিক মানবকন্ঠের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা, সময় টিভির প্রতিনিধি হেফাজত-উল বারি সবুজ, একাত্তর টিভির উছিংচা রাখাইন কায়েস, এনজিও কর্মী ধীমান খীসা এবং শিমুল চাকমা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ভবতোষ দেওয়ান।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারি কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীসহ দেড় শতাধিক নিরীহ মানুষ হামলার শিকার হন। এ ঘটনায় রাঙামাটির কোতয়ালি থানায় একাধিক মামলা করেন ভুক্তভোগীরা। এর মধ্যে দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়ে একটি মামলা করেন সাংবাদিক হিমেল চাকমা।

এ বিষয়ে তিনি বলেন, শুনানিতে উপস্থিত থাকা মামলার আসামি মো. মানিককে চিনতে পারি। ঘটনার সময় আমার ওপর হামলাকারীদের সঙ্গে ওই মানিককে দেখেছি, তা আমি আদালতকে অবহিত করি।

সুশীল প্রসাদ চাকমা/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।