পুলিশের ওপর গুলি, পাল্টা গুলিতে ডাকাত সর্দার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন; যাকে ডাকাত দলের সর্দার বলে দাবি করেছে পুলিশ।

নিহত কহিদুল ইসলাম উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। বৃহস্পতিবার রাত ২টার দিকে হিলির হাকিমপুর থানার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানা পুলিশের ওসি আবদুর রাজ্জাক আকন্দ বলেন, উপজেলার কাশিয়াডাঙ্গায় রাত ২টার দিকে ডাকাতি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতদের ধরার চেষ্টা করলে পুলিশের ওপর গুলি করে পালানোর চেষ্টা করে তারা।

পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম নিহত হন। এ সময় অপর ডাকাতরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।