করোনাভাইরাস : ভারতীয় ট্রাকচালক-হেলপারদেরও স্বাস্থ্য পরীক্ষা
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০
করোনাভাইরাস প্রতিরোধে এবার পাসপোর্ট যাত্রীদের পাশাপাশি ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা।
বুধবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের মূল ফটকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। চেকপোস্ট ইমিগ্রেশনের মেডিকেল টিমের স্বাস্থ্য উপ-সহকারী আাব্দুল মজিদ ও সহকর্মীরা হ্যান্ড থার্মাল স্ক্যানার নিয়ে স্বাস্থ্য পরীক্ষার কাজ করেছেন।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মামুন কবির তরফদার ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন। গত ১৭ জানুয়ারি থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে আসা দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীদের ‘করোনাভাইরাস’ প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভারত থেকে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসা শত শত ট্রাকচালক ও হেলপারদের কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল না।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, আমরা যদি শুধু ভারত থেকে আগত পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করি তাহলে শতভাগ পরীক্ষা করা হবে না। কারণ আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাকের চালক ও হেলপাররাও ‘করোনাভাইরাসের’ জীবাণু বহন করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এজন্য আমরা বন্দর থেকে ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশের প্রবেশদ্বার দুটি গেটে মেডিকেল টিম বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।
জামাল হোসেন/এএম/এমএস