নরসিংদীতে মানবপাচারের অভিযোগে গ্রেফতার ১


প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৬ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কল্যাণদি উত্তরপাড়া এলাকার যুবক ইয়াছিনকে পাচার করার অভিযোগে এমরান (২২) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থানরত র‌্যাব-১১ সদস্যরা। সোমবার রাত আড়াইটায় নরসিংদীর সদর থানার খাদিমারচর এলাকা থেকে এমরানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া এমরান নরসিংদীর সদর থানার খাদিমাচর এলাকার মৃত মোস্তফার ছেলে। র‌্যাব-১১, সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া এমরান আড়াইহাজারের নিরীহ যুবক ইয়াছিনকে (১৮) মালয়েশিয়া পাঠানোর নামে ৪ এপ্রিল মাইক্রোবাসযোগে চট্টগ্রাম নিয়ে যায় এবং সেখান থেকে সিএনজিযোগে বাশখালীতে আটক করে রাখে। পরে ইয়াছিনসহ আরো ৩ জনকে টেকনাফ সীমান্ত এলাকা দিয়ে মায়ানমার নিয়ে যায়।

গত ৭ এপ্রিল ইয়াছিনসহ অন্যান্যদের একটি জাহাজে উঠান। ওই জাহাজে আরো ৪৪০ জন ছিল। পরবর্তীতে সাগর পথে ওই জাহাজে আরো ২০০ জন মালয়েশিয়া গমনেচ্ছুদের উঠায় পাচারকারীা। এরপর ইয়াছিনসহ ৬৪০ জনকে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করে ওই জাহাজ। কিন্তু মালয়েশিয়া পুলিশের তৎপরতার কারণে তাদের মালয়েশিয়া সীমান্তে নামাতে পারেনি পাচারকারীরা।

এক পর্যায়ে ওই জাহাজের নাবিক ও পাচারকারীরা স্পিডবোটযোগে পালিয়ে যায়। ফলে ইয়াছিনসহ ৬৪০ জন ওই জাহাজে ২৮ দিন সাগরে ভাসতে থাকে। এক পর্যায়ে পাচার হওয়া যুবকদের মধ্যে হোসাইন নামে মায়ানমারের এক যুবক ধীরে ধীরে ওই জাহাজ চালিয়ে ইন্দোনেশিয়া সীমান্তের একটি দ্বীপে পৌঁছায়।

র‌্যাব আরো জানান, ওই দেশের স্থানীয় লোকজনের সহায়তায় ইন্দোনেশিয়া পুলিশের একটি তদন্তকেন্দ্রে তাদের উপস্থিত করা হয়। এরপর ইয়াছিনকে বিমানযোগে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। পরে ইয়াছিন গত ১২ জুন শাহাজালাল বিমানবন্দরে এসে বিমানবন্দর থানায় ওই মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলার আসামি এমরান গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকে।

এদিকে, র‌্যাব-১১ এর গোয়েন্দা দল এমরানের উপর নজরদারি রেখে তার অবস্থান নিশ্চিত হয়ে নরসিংদীর সদর থানার খাদিমারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পাচারকারীর কবল থেকে ফিরে আসা ইয়াছিন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কল্যাণদি উত্তরপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে।

হোসেন চিশতী সিপলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।