কারাগারে সাকার সঙ্গে তার আইনজীবীর সাক্ষাৎ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করেছেন তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আল সেফানী।
মঙ্গলবার বেলা সোয়া দুইটায় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ আসেন।
ওই কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী তার আইনজীবীর সঙ্গে বিকেল সোয়া তিনটা থেকে পৌনে চারটা পর্যন্ত ট্রাইব্যুনালে দেয়া রায় ও রায়ের বিরুদ্ধে রিভিউ করা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন।
সাক্ষাত শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আল সাফানী কারা ফটকে অপেক্ষমান সাংবাদিকদের জানান, আদালতের রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী অসন্তুষ্ট। রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ করবেন।
তিনি জানান, আদালতের রায়ে যে সকল অসংগতি রয়েছে সে বিষয়গুলি তিনি চিহ্নিত করে দিয়েছেন। তিনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন সে পয়েন্টগুলো রিভিউ পিটিশনে রেডি করে পুনরায় তার কাছে নিয়ে আসা হবে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে রিভিউ পিটিশন ফাইল করা হবে। তিনি জানান, কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাভাবিক আছেন। ঠিক মতো খাওয়া দাওয়া করছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে যুদ্ধাপরাধীর মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে তার মৃত্যু পরোয়ানা সংক্রান্ত কাগজপত্র পড়ে শুনায় কারা কর্তৃপক্ষ।
কারা সূত্র জানায়, যুদ্ধাপরাদের মামলায় ২০১২ সালের ২৩ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাশিমপুর কারাগারে আনা হয়। এর আগে তিনি ২০০৯ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ছিলেন। ফাঁসির দণ্ডাদেশের পর কয়েদির পোশাকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এর কনডেম সেলে বন্দি রয়েছেন। ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে ছিলেন।
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি