রাজশাহীতে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
মাদক কেনার টাকা না পেয়ে রাজশাহীর পুঠিয়ায় লিটন শেখ (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
লিটন শেখ পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে।
জানা গেছে, মাদক কেনার টাকা না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে কীটনাশক পান করেন লিটন। টের পেয়ে ওই দিনই তাকে রামেক হাসপাতালে নেন স্বজনরা। এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে রোববার তার মৃত্যু হয়।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) খাদিজা বেগম বলেন, ময়নাতদন্ত শেষে রোববার দুপুরের পর মরদেহ নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফেরদৌস/এমএসএইচ