যশোরে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৬ অক্টোবর ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেছে যশোর জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুসহ আটক নেতাকর্মীদের মুক্তিও দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু মুসা। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রফেসর গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, ঝিকরগাছা বিএনপির সাধারণ সম্পাদক মুর্তজা এলাহি টিপু, শার্শা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপির জেলা পর্যায়ের কমিটিগুলোর পুনর্গঠন বাধাগ্রস্ত করতেই এভাবে একের পর এক মিথ্যে অভিযোগে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেয়া ও আটক করা হচ্ছে। অবিলম্বে এ সকল মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে অচিরেই কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, সোমবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় একটি নাশকতা মামলা করে পুলিশ। এর আগের রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।