নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মতবিনিময়


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৬ অক্টোবর ২০১৫

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও সুধীজনের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বৃহত্তর নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মতামত ও স্বাক্ষর গ্রহণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহ, জেলা জজ আদালতের জিপি মানছুরুল হক খসরু, পিপি এটিএম মহিব উল্লা, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিঞা মোহাম্মদ শাহজাহান, সাবেক অধ্যাপক ও নোয়াখালী আঞ্চলিক গানের গীতিকার ও সুরকার  মোহাম্মদ আবুল হাসেম, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, জেলা সম্মিলন সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, মুক্তিযোদ্ধা জিএস আবুল কাশেম প্রমুখ।

বক্তারা বলেন, রাজকীয় জেলা হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী এ জেলার জনসংখ্যা, আয়তন, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, সাহিত্য-সাংস্কৃতির ধারক এ বৃহত্তর জেলাকে নোয়াখালী বিভাগ করার দাবি নোয়াখালী লক্ষ্মীপুর ও ফেনী জেলাবাসীরও। বক্তারা নোয়াখালী জেলা শহরে বিভাগীয় দফতর স্থাপন ও বিভাগ ঘোষণার জন্য সরকারের নিকট দ্রুত দাবি জানান।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অনুপম বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহম্মেদ কবির, সহকারী পুলিশ সুপার নবজোতি খিসা চাকমা প্রমুখ।

মিজানুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।