দুর্নীতির ৫ মামলায় পোস্টাল একাডেমি সুপারভাইজারের ২৩ বছর জেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ৩০ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

দুর্নীতির পাঁচ মামলায় বাংলাদেশ পোস্টাল একাডেমির সুপারভাইজার সালাহ উদ্দিনের ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক ইসমত আরা এ রায় দেন।

দুনীর্তি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাগুলোর একটিতে তিন বছর এবং দুটিতে চার বছর করে এবং আরও দুটিতে ছয় বছর করে মোট ২৩ বছর কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাকে এক লাখ ৭৫ হাজার ১৯৫ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সালাহ উদ্দিন দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত রয়েছেন। রায় ঘোষণাকালে তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের আদালত পরিদর্শক আমির হোসাইন জানান, ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে বিভিন্ন সময় সরকারি অর্থ আত্মসাৎ করেন সালাহ উদ্দিন। অনুসন্ধান শেষে দুদক তার বিরুদ্দে দুর্নীতির পাঁচটি মামলা দায়ের করে। ২০০৬ সালে দুদকের তৎকালীন সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ মামলাগুলোর অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে তার বিচার শুরু হয়। বুধবার পাঁচটি মামলার রায় একসঙ্গে ঘোষণা করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন আইনজীবী আবদুল বারী।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।