বন্যহাতির আক্রমণে প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:২৬ এএম, ২৯ জানুয়ারি ২০২০

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে জহুরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার সরই ইউনিয়নের কালাইয়া আগা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম সরই ইউনিয়নের ফজলুল হকের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা মাস্টার মো. শহিদুল্লাহ জানান, ভোররাতে বন্যহাতির দল এলাকায় ঢুকে তাণ্ডব চালিয়ে ৮-১০টি ঘরবাড়ি ভেঙে ফেলে। এ সময় সামনে পেয়ে জহুরাকে একটি হাতি আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বন্যহাতির দলে ১৪টি হাতি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিউল আলম বলেন, এলাকাটি দুর্গম। আমরা মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছি।

সৈকত দাশ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।