চিংড়িতে জেলি, ধরা পড়লেন দুই মাছ বিক্রেতা
জেলি পুশ করে চিংড়ির ওজন বাড়ানোর দায়ে রাজশাহীর দুই মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার মাছপট্টিতে এ অভিযান চালায়।
অভিযানে দুই মাছ বিক্রেতা রফিকুল ইসলাম ও রিয়াদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
হাসান আল মারুফ বলেন, অভিযোগ পেয়ে মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুই মাছ বিক্রেতার কাছে জেলিযুক্ত চিংড়ি মাছ পাওয়া যায়। রাজশাহীতে এমন ঘটনা প্রথম। এ ঘটনায় দুই মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ