চিংড়িতে জেলি, ধরা পড়লেন দুই মাছ বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০২০

জেলি পুশ করে চিংড়ির ওজন বাড়ানোর দায়ে রাজশাহীর দুই মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার মাছপট্টিতে এ অভিযান চালায়।

অভিযানে দুই মাছ বিক্রেতা রফিকুল ইসলাম ও রিয়াদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

হাসান আল মারুফ বলেন, অভিযোগ পেয়ে মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুই মাছ বিক্রেতার কাছে জেলিযুক্ত চিংড়ি মাছ পাওয়া যায়। রাজশাহীতে এমন ঘটনা প্রথম। এ ঘটনায় দুই মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।