সব রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের নামে করা হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৫ জানুয়ারি ২০২০

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অগ্রিম টাকা দিয়েছি। কিন্তু এরপরও আমাদের কাছে অভিযোগ আছে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে। তাই আমরা এই বিষয়টি নিয়ে সতর্ক করে দিচ্ছি যেন মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা না করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার ৪টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদ্বোধন শেষে সাইফুর রহমান অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেয়া হবে। সব রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছিল তাদের বিচার এখন সময়ের দাবি।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে’র সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য উপাধক্ষ্য আব্দুস শহীদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপন দে/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।