কুড়িগ্রামে রোটা ভাইরাসে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২০

কুড়িগ্রামের রৌমারীতে শীতের কারণে দেখা দিয়েছে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ। রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যয় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আতিকুল ইসলাম (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর সরকারপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গেল এক সপ্তাহে ৬৪ জন শিশু এবং ১৯ জন বৃদ্ধ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এছাড়াও প্রায় আড়াই শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম জানান, তীব্র ঠান্ডার কারণে রৌমারীতে রোটা ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। গেল কয়েকদিনের তুলনায় হাসপাতালে রোটা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। হাসপাতালে জনবল সংকট থাকলেও ওষুধপত্রের সংকট নেই।

এদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কুড়িগ্রামে। আবহাওয়া অফিস বলছে- কুড়িগ্রামের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে।

নাজমুল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।