প্রবাসীর স্ত্রীর কান কেটে নিল প্রতিবেশী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:১৬ এএম, ২৫ জানুয়ারি ২০২০

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খাদিজা খাতুন (২৭) নামে এক গৃহবধূর ওপর হামলা চালিয়ে দুই কান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) তিনজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূর ভাই।

আহত গৃহবধূ খাদিজা খাতুন রঘুনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী।

হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা খাতুন বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আমার মেয়ে মিম (৫) ও প্রতিবেশী মলি খাতুনের মেয়ে জিম (৫) একসঙ্গে খেলা করছিল। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে তর্কের একপর্যায়ে আব্দুল মোমিন, মলি খাতুন, কুলছুম বিবি দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে আমার দুই কান কেটে দেয়। গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও দুই কানের দুল ছিনিয়ে নেয়।

এদিকে এ ঘটনায় গৃহবধূ খাদিজা খাতুনের ভাই আব্দুল জলিল বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, এখনো মামলা রেকর্ড হয়নি। ঘটনাটি আমরা অনুসন্ধান করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।