কিশোরগঞ্জে স্বাস্থ্য প্রশাসকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন


প্রকাশিত: ১০:২৩ এএম, ০৫ অক্টোবর ২০১৫

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান মাহমুদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেছাচারিতার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। দুর্নীতিবাজ এ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বেলা ১১টা থেকে হাসপাতালের সামনে একঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার সাধারণ লোকজনও অংশ নেন। মানবববন্ধন থেকে স্বাস্থ্য প্রশাসক ডা. রমজান মাহমুদকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারসহ অবিলম্বে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, ডেপুটি কমান্ডার জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মুখলেছুর রহমানসহ অন্যরা।

নূর মোহাম্মদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।