ঢালারচর-রাজশাহী ট্রেন উদ্বোধন রোববার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৫ জানুয়ারি ২০২০

পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তনগর ‘ঢালারচর এক্সপ্রেস’র আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে রোববার (২৬ জানুয়ারি)। ওইদিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনাবাসীর বহুল প্রত্যাশিত এ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পশ্চিামাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার ইঞ্জিনিয়ার আসাদুল হক জানান, পাবনা এক্সপ্রেস ট্রেনের সেবা ঢালারচর পর্যন্ত বর্ধিত করে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে ট্রেনটি রাজশাহী পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি সকাল ৭.২৫ মিনিটে ঢালারচর থেকে ছেড়ে ১১.১০ মিনিটে রাজশাহী পৌঁছাবে। ফিরতি পথে রাজশাহী থেকে বিকেল ৪.২৫ মিনিটে ছেড়ে রাত ৮.১০ মিনিটে ঢালারচর পৌঁছাবে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন শুক্রবার (২৪ জানুয়ারি) ঢালারচরে উদ্বোধনের প্রাক প্রস্তুতি পরিদর্শন করেছেন।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।