ঈশ্বরদীতে খ্রিস্টান মিশনের ফাদারকে হত্যার চেষ্টা


প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৫ অক্টোবর ২০১৫

ঈশ্বরদী বিমানবন্দর সড়কে অবস্থিত ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের ফাদার লই সরকারকে (৫২) তার বাসায় ঢুকে ছরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, সকালে মিশনে ফাদার বাইবেল পাঠ করছিলেন। এমন সময় হঠাৎ করে তিনজন তার ঘরে ঢুকে পড়ে। তিনি তাদের আগমনের কারণ জিজ্ঞেস করলে তারা বলে আমরা বাইবেল পাঠ শুনতে এসেছি। এ ধরনের জবাব দিতে দিতে তারা ছুরিকাঘাত শুরু করে।

আঘাতে আহত ফাদার লুই সরকার চিৎকার করে উঠলে অন্য ঘরে থাকা তার স্ত্রী ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত দেখে তিনিও চিৎকার করেন। তখন রাস্তার লোকজন ছুটে আসলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাসকে জিজ্ঞেস করলে তিনি জানান, এই হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে মামলা ও তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে।

আলাউদ্দিন আহমেদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।