তথ্য অধিকার আইন জনগণের আইন : প্রধান তথ্য কমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২২ জানুয়ারি ২০২০

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্য অধিকার আইন দেশের জনগণের আইন। জনগণ এটি প্রয়োগের ক্ষমতা রাখে। তথ্য অধিকার আইন চালু হওয়ায় নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়ামে জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ ও আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেম বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত করতে এ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এছাড়া দেশের মানুষের সেবা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা বেষ্টনীগুলো দৃঢ় হয়েছে এ আইন দ্বারা।

মাগুরার জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে.আর. শাহরিয়ার, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরাফাত/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।