অরক্ষিত রেলক্রসিং, লাফ দিয়েও বাঁচল না প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২১ জানুয়ারি ২০২০

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মোকলেছুর রহমান (৩৬) নামে এক ভটভটির চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ভটভটি থেকে লাফিয়ে এক আরোহী রক্ষা পেলেও বাঁচল না চালকের প্রাণ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার মাতাপুর অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকলেছুর রহমান বগুড়া সদর উপজেলার চাপাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে কলাবোঝাই ভটভটি নিয়ে জামালগঞ্জ রেলস্টেশনের আউটার সিগন্যালের মাতাপুর লেভেল ক্রসিং দিয়ে পার হচ্ছিলেন মোকলেছুর রহমান। রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে মোকলেছুরের ভটভটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ভটভটি থেকে লাফিয়ে এক আরোহী বেঁচে যান। তবে লাফ দিয়েও নিজের প্রাণ বাঁচাতে পারলেন না মোকলেছুর। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

আক্কেলপুর রেলস্টেশনের ইনচার্জ খাদিজা আক্তার বলেন, জামালগঞ্জ রেলস্টেশনের আউটার সিগন্যালের মাতাপুর লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান দেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। এজন্য অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাশেদুজ্জামান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।