কুষ্টিয়ায় একই পরিবারের ৪ জনকে অজ্ঞান, মালামাল লুট


প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৫ অক্টোবর ২০১৫

কুষ্টিয়ার কুমারখালীতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষধ খাইয়ে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের খলিষাদহ গ্রাম থেকে অজ্ঞান অবস্থায় চারজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ogan

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের শহিদুল ইসলামের বাড়ির কাজের মেয়ে সীমা রোববার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষধ মিশিয়ে পরিবারের কর্তা শহিদুল ইসলাম, স্ত্রী রুবিনা, মেয়ে ছবিনা ও সিমুকে খাইয়ে অজ্ঞান করে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুট করে পালিয়ে যায়। সোমবার সকালে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে চারজনই অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ogan

চিকিৎসকরা জানান, জ্ঞান ফিরতে দুই/একদিন সময় লাগতে পারে।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম জাগো নিউজকে জানান, বাড়ির কাজের মেয়ে সীমাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি গ্রেফতার হলে সব জানা যাবে। এছাড়াও বাড়ির লোকজনের জ্ঞান ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।  

আল-মামুন সাগর/এসএস/এমএস</p

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।