লটারির টিকিট বিক্রির দায়ে ১৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২১ জানুয়ারি ২০২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘দৈনিক আলোর ভুবন র‌্যাফেল ড্র’ নামে অবৈধভাবে লটারি পরিচালনা ও টিকিট বিক্রির দায়ে ১৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর তানোর উপজেলার মির্জাপুর এলাকার বৌদ্ধনাথ চক্রবর্তীর ছেলে নির্মল চক্রবর্তী (৪৮), একই উপজেলার বানিয়াল এলাকার আতাউর রহমানের ছেলে মো. স্বপন আলী (২২), বলদিপাড়ার শহিদুল ইসলামের ছেলে ফরিদ উজ্জামান মিঠু (২১) গঙ্গারামপুরের কফিল উদ্দীনের ছেলে কামাল উদ্দীন (২০), মুকুলের ছেলে হাবিব (১৬), পবা তেঁতুলিয়ার আইয়ুব আলীর ছেলে আব্বাস আলী (৪২), পত্মীতলা ঘোষনগড় এলাকার জয়নালের ছেলে মিলন (২৬), মোহনপুরের হাতেমের ছেলে হাসান (২২), চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মৃত ইয়াসিনের ছেলে সাইফুল ইসলাম (৩০), বলদিপাড়ার সদর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৩), বানিয়াল এলাকার মৃত সয়বুরের ছেলে মো. মামুন রশিদ (২৫), গঙ্গারামপুরের কামরুল ইসলামের ছেলে আপেল (২৩) ও নাচোল মুরাদপুরের মোজাম্মেলের ছেলে তোরাব আলী (২৭)।

নাচোল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, রাতে নাচোল এলাকায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে ১৩ জনকে টিকিট, টিকিট রাখা স্টিলের পাত্রসহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড দেন বিচারক।

তিনি আরও জানান, প্রত্যেকটি টিকিট ২০ টাকা মূল্যে বিক্রি করছিল চক্রটি। র‌্যাফেল ড্র প্রতিদিন রাতে অনুষ্ঠিত হত। মেলার নামে লটারির টিকিট বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল তারা।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।