বান্দরবানে গাইডসহ ২ পর্যটক নিখোঁজ


প্রকাশিত: ০৪:৪২ এএম, ০৫ অক্টোবর ২০১৫

বান্দরবানে রুমা উপজেলার পর্যটনকেন্দ্রে বেড়াতে এসে গাইডসহ দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিখোঁজ পর্যটকরা হলেন, আব্দুল্লাহ আল জুবায়ের (জামিল) এবং জাকির হোসেন (মুন্না)। এদের দুইজনের বাড়িই ঢাকার মিরপুরে। আর নিখোঁজ গাইডের নাম হলো মাঙসাই মুরং ম্রো।

স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে বান্দরবানের রুমা উপজেলার পর্যটন বগালেকের উদ্দেশ্যে ২ পর্যটক গাইড নিয়ে বেড়াতে যায়। এদিকে, রোববার বিকালে রুমা উপজেলার বগালেকের পর সেতুপাড়ার কাছ থেকে তারা নিঁখোজ হয় বলে জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী জাগো নিউজকে জানান, পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এদিকে গতকাল রোববার বিকাল থেকে ওই দুই পর্যটককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।