সিলেটে বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৫
ফাইল ছবি : বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক

সিলেটে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। তাদের চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সিলেটের যেসব স্থানে বিদেশি নাগরিকরা থাকেন সেসব এলাকায় গোয়েন্দা নজরদারিসহ পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এক সপ্তাহের মধ্যে ঢাকা ও রংপুরে দুইজন বিদেশি নাগরিক খুন হওয়ার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগী হয় সিলেটের প্রশাসন। শনিবার যুক্তরাজ্য থেকে ফেরার পথে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিদেশি নাগরকিদের নিরাপত্তা জোরদার করতে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন।

জেলা পুলিশের দেয়া তথ্য মতে, সিলেট জেলায় ২৯৩ জন বিদেশি নাগরিক বসবাস করছেন। এদের বড় একটি অংশ রয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানায়। এখানে আমেরিকান, জাপানি ও চীনের বিশেষজ্ঞ প্রকৌশলীরা আছেন। সঙ্গত কারণে ফেঞ্চুগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজর আছে বলে জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের কাছে বিদেশিদের তালিকা থাকলেও সিলেট মহানগরে কতজন বিদেশি নাগরিক বসবাস করছেন সেই পরিসংখ্যান নেই মহানগর পুলিশের কাছে। রোববার রাতে এ বিষয়ে জানতে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা এর পরিসংখ্যান জানাতে পারেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহুজাতিক কোম্পানি, এনজিও, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থী, পর্যটকসহ বিভিন্ন কাজে সিলেট মহানগরীতে বিপুল সংখ্য বিদেশি নাগরিক অবস্থান করছেন। তাদের তালিকা তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের সংশ্লিস্টরা।

এক সপ্তাহের ব্যবধানে মোটরসাইকেল আরোহীরা দুই বিদেশি নাগরিককে হত্যার পর সারাদেশে কঠোরভাবে মোটরসাইকেল তল­াশি শুরু হয়েছে। সিলেটেও মহানগর পুলিশ (এসএমপি) মোটরসাইকেলকে টার্গেট করে মাঠে নেমেছে। মোটরসাইকেল আরোহীদের নজরদারি করা হচ্ছে। মোটরসাইকেলে একজনের বেশি আরোহী দেখলেই করা হচ্ছে তল­াশি। চালকসহ তিনজন আরোহী থাকলেই নেয়া হচ্ছে ব্যবস্থা।

এদিকে, সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকেও বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। শনিবার সিলেট মহানগর পুলিশের উচ্চপদস্ত কর্মকর্তারা বিদেশি নাগরিকদের নিরপত্তা ইস্যুতে বৈঠক করেন। রোববার তারা সিলেটে অবস্থানরত বিভিন্ন পেশার বিদেশি নাগরিকদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন। এসময় বিদেশি নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন, একা একা ও রাতের বেলা চলাচল না করতে অনুরোধ জানানো হয়।

এছাড়া তাদের অবস্থান পরিবর্তন করলে পুলিশকে জানাতে বলা হয়। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য একটি হট নাম্বারও বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকনউদ্দিন আহমদ বলেন, বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে তাদের সঙ্গে বৈঠক করেও আমরা কিছু নির্দেশনা দিয়েছি। সিলেট মহানগরে অবস্থানরত বিদেশি নাগরিকদের পরিসংখ্যান আমাদের কাছে নেই।

তবে মহানগর পুলিশের কমিশনার রোববার সিলেটের হোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় করে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়া নতুন করে কোনো হোটেলে বিদেশি নাগরিক ভাড়া নিলে তা তাৎক্ষণিক এসএমপি পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে ওই বৈঠকে।

সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, সিলেট জেলায় যেসব বিদেশি নাগরিক বসবাস করছেন তারা স্বাভাবিক জীবন-যাপন করেন। ঘরের ভেতরেই বেশি সময় পার করেন। কাজের সময় কাজ করেন। খুব একটা বাইরে বের হননা।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন বলেন, আমি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। এছাড়া শনিবার প্রধানমন্ত্রী সিলেট অবস্থানকালেও আমাদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে মোটরসাইকেলে করে এসে তিন দুর্বৃত্ত গুলি করে জাপানি নাগরিক হোসি কুনিওকে হত্যা করে। এরআগে গত সোমবার ঢাকায় কুটনৈতিকপাড়া গুলশানে ইতালিয় নাগরিক তাভেল­া সিজারও গুলিতে খুন হন। এরপর নড়েছরে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।