ইজতেমার দ্বিতীয় পর্বে ১০ জোড়া যৌতুকবিহীন বিয়ে
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১০ জোড়া যুবক-যুবতীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বাদ আসর এ বিয়ের আয়োজন করা হয়। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারস্পরিক সম্মতিতে বরেরা ইজতেমা ময়দানে একটি বিশেষ কামড়ায় উপস্থিত হন। আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা খেজুর বিতরণ ও দোয়া করা হয়। মাওলানা শামীম তাদের বিয়ে পড়ান।
এর আগে ইজতেমার প্রথম পর্বে ৯৬ জোড়া বিয়ে সম্পন্ন হয়েছিল। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে যৌতুকবিহীন বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেন ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর