রাঙামাটিতে অস্ত্র ও গুলি উদ্ধার


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৮ অক্টোবর ২০১৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রূপকারী ইউনিয়নের নালকাবা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদে বাঘাইছড়ির ৩৯ বিজিবি জোনের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল রবিউল ইসলামের নেতৃত্বে নালকাবা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় বেইলি ব্রিজের নিচের জঙ্গল থেকে বস্তাবন্দি এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
 
রবিউল ইসলাম জানান, অস্ত্রের মধ্যে রয়েছে একটি এয়ারগান, দেশীয় একটি এসএমসি, দুটি পিস্তল, ৫০০ রাউন্ড এয়ারগানের গুলি, পাঁচ রাউন্ড এসআর ও তিন রাউন্ড পিস্তলের গুলি এবং বেশ কিছু পরিমাণ গান পাউডার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।