নামাজ পড়তেন হোসি কুনিও


প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

নিজ ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন জাপানি নাগরিক হোসি কুনিও। মুসলমান হওয়ার পর তার নাম রাখা হয়েছিল গোলাম কিবরিয়া।

স্থানীয় কামরুল ইসলামসহ বেশ কয়েকজন জাগো নিউজকে জানান, গত ২৭ রমজান রংপুর মহানগরীর মুন্সীপাড়ার কাদেরিয়া জামে মসজিদে ইমাম সিদ্দিক হোসেনের কাছে বায়াত গ্রহণ করে তিনি মুসলমান হয়ে নাম পরিবর্তন করেছিলেন। এ সময় তার নাম রাখা হয়েছিল গোলাম কিবরিয়া।

ওই মসজিদের ইমাম তাজুল ইসলাম জানান, মুসলমান হবার পর মসজিদে এসে কিছুদিন নামাজও আদায় করেছিলেন তিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন হোসি কুনিও।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।