পটুয়াখালীর তাপ বিদ্যুৎকেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত লি রুইয়ান (৫৪) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাবনাবাদ নদের তীরে জেটি নির্মাণকাজে ব্যস্ত থাকা অবস্থায় ওই চীনা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়।

মৃত লি রুইয়ানের বাড়ি চীনের বেইজিংয়ের গুয়াংডং এলাকায়। লি রুইয়ানের মরদেহ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ছিনো হারবার কর্তৃপক্ষ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক অনুপ সরকার বলেন, চীনা শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।