প্রশাসনের কর্মচারীর বিরুদ্ধে জব্দ ইলিশ লুটের অভিযোগ


প্রকাশিত: ১২:৩৪ এএম, ০৪ অক্টোবর ২০১৫

মেঘনা নদী থেকে জব্দ করা মা ইলিশ লুটে নেয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সিএ (গোপনীয় সহকারী) নুরে আলম চৌধুরীর বিরুদ্ধে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মাছ লুটের ঘটনা ঘটে। এনিয়ে জেলে ও স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে দেড় মন মা ইলিশসহ আটক করে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাজির করার জন্য জেলেদেরকে ইলিশসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।

এসময় ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতণের জন্য নির্দেশ দেয়া হলেও স্থানীয় কয়েক প্রভাবশালীসহ জেলা প্রশাসকের সিএ নুরে আলম চৌধুরী ব্যাগে করে বড় আকারের ইলিশ লুটে নেয়। পরে তিনটি এতিমখানায় ছোট আকারের কিছু ইলিশ বিতরণ করা হয়।

এব্যপারে জেলা প্রশাসকের সিএ (গোপনীয় সহকারী) নুরে আলম চৌধুরী মা ইলিশ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, `মাছের পাশে আমি দাঁড়িয়েছিলাম। আমার ব্যাগে মাছ নয়, মিষ্টি ছিল।`

কাজল কায়েস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।