কুষ্টিয়ায় একদিনের আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত
কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো মর্নিং গ্লোরি আন্তর্জাতিক রেটিং র্যাপিড চেস দাবা টুর্নামেন্ট। শনিবার শহরের লাভলি টাওয়ারের সেতু অডিটোরিয়ামে একদিনের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান।
আয়োজক প্রতিষ্ঠান মর্নিং গ্লোরি চেস ক্লাবের সভাপতি ডা. রতন কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য কাজী তাহেরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ কুমার নন্দী, দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য লিয়াকত আলী খান, সেতুর নির্বাহী পরিচালক এমএ কাদের প্রমুখ।
টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগসহ সারাদেশের ৮২ জন দাবাড়ু অংশ নেন। দিনব্যাপি মোট আট রাউন্ড খেলা শেষে রাত সাড়ে ৮টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান নয়ন প্রথম, দ্বিতীয় হন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এবং তৃতীয় হন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। প্রথম স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে নগদ আট হাজার টাকা ও ট্রফি, দ্বিতীয় স্থান অধিকারীকে নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি এবং তৃতীয় স্থান অধিকারীকে নগদ ৩ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।
এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী আরো ১৭ জনকে পুরস্কৃত করা হয়। কুষ্টিয়া শহরে প্রথমবারের মত কোন আন্তর্জাতিক মানের দাবা টূর্ণামেন্ট অনুষ্ঠিত হলো বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।
আল-মামুন সাগর/বিএ