পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ কর্মীসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পিকআপ ও মোটরসাইকেল দুঘর্টনায় ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের আখলিসুর রহমানের ছেলে হাসান আহমেদ সুমন (২৫) ও দুই যানবাহনের সংঘর্ষে অজ্ঞাত এক পথচারী নারী (৬০)। এদিকে এ ঘটনায় পিকআপ চালক জাবেদ মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার বড়কাপল পয়েন্টে সুনামগঞ্জ আসা পিকআপের সঙ্গে সিলেটগামী ছাত্রলীগকর্মীর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে সুমন ঘটনাস্থলেই এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধা চাপা পড়লে প্রথমে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে এ দুঘর্টনা ঘটে। আমরা চালকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া নিহত হাসান আহমেদ সুমন সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম ফয়সল।

মোসাইদ রাহাত/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।